কাব্যক্রমে বিপ্লব গোস্বামী by · Published July 14, 2021 · Updated July 14, 2021 ১| বিরহিনীর কান্না বিরহিনীর কান্না আষাঢ় ধারা হয়ে অবিরাম ঝরঝর ঝর ঝরে ; মেঘে গুমোট ধরা মনাকাশ মাঝে তবু রঙ্গিন আভা উঁকি মারে। ভারাক্লান্ত মনে বিরহিনী বসে আছে চাতকের মত পথ পানে চেয়ে ; হয়তো আসবে সে শেষ বারের মতো সেই সুরেলা কন্ঠে গান গেয়ে। ২| আষাঢ় ঝরিছে অবিশ্রান্ত ধারা নদীতে জোয়ার, বাড়িছে তরঙ্গ দোলা ভাঙ্গিছে দু’ধার। ফুটিল কদম, কেয়া শাপলা, শতদল; সবুজে ভরিছে ধরা তৃণ,ফুল-ফল। বাড়িছে নদীর ঢেউ কলকল ধ্বনি, যৌবনে ঢলিছে মধু সাজিছে অবনী। গগণ জুড়িয়া মেঘ অশ্রান্ত গর্জন, ভয়েতে গৃহেতে নাবিক জাহাজ বর্জন। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 ভ্রমণে রোমাঞ্চ ধারাবাহিকে সমীরণ সরকার (পর্ব – ১১) May 3, 2023 by TechTouchTalk Admin · Published May 3, 2023 · Last modified May 10, 2023