মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫২
বিষয় – আয়াঢ়ে গল্প / বর্ষা / নতুন সকাল
বর্ষা
জলনূপুর পায়ে বর্ষাসুন্দরী এসেছে দ্বারে
তপ্ত শুষ্ক ধরণীকে ধারাবর্ষণে করতে স্নাত।
তরুদল নব রসসঞ্চারে আজ প্রাণবন্ত,
ময়ূর মেলেছে পেখম পুলকে হরষে হয়ে প্রীত।
ঘন মেঘে আকাশ ছায় অহরহ,
ক্ষণে ক্ষণে দেখা দেয় বিদ্যুৎরেখা,
বারিধারায় সিক্ত উর্বর ভূমি,
চাষীর মনে আগামী সুদিনের স্বপন দেয় দেখা।
প্রেমিক মনে বর্ষা আনে নবরসের প্লাবন,
কাব্য পায় ভাষা, সংগীত নৃত্যের সুরে তালে।
চিরচেনা ছন্দে অভিসারী মন খোঁজে প্রিয়সঙ্গ,
মনবিহঙ্গ আপন ইচ্ছে ডানা মেলে।
শীর্ণকায়া নদী-নালা বয় উথলি,
সবখানে বয় প্রাণের ফল্গুধারা।
তরুদল নবপল্লবে হয় সজ্জিত,
মনপবন হয়ে যায় পাগলপারা।
তবু কোথাও যেন ছন্দ কাটে,
অতিপ্লাবনে যখন হয় বানভাসি।
আশ্রয়হীন হয় কত শত করুণ প্রাণ,
বর্ষা যখন আগল ভেঙ্গে হয় সর্বগ্রাসী।
বর্ষা তুমি এসো ধরায় তোমার মধুর রূপ মাধুর্যে,
শান্ত সিক্ত সুশীতল করো সবে,
উর্বর করো ধরিত্রীকে শস্য সমারোহে,
অভিশাপ নয়,আশীষ ধারায় ঝরো এই ভবে।।