মার্গে অনন্য সম্মান নির্মলেন্দু মাইতি (সর্বোত্তম)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫২
বিষয় – আয়াঢ়ে গল্প / বর্ষা / নতুন সকাল
বর্ষাকাল
বরষার আগমনে যায় দেখা গগনে
মেঘ পুঞ্জ মালা
আষাঢ়ে বাদল দিনে গুরু গুরু গর্জনে
দেখি প্রকৃতির খেলা।
ঝরে বারিষ অঝোরে বরষার গান করে
আত্মহারা হয়ে
কৃষকেরা করে চাষ মনেতে জাগে আশ্বাস
পবন আসে ধেয়ে।
নদী নালা খাল বিল হাসে যেন খিল খিল
ভরিয়া উঠে জলে
মাছেদের ছুটো ছুটি পাখিদের খুনসুটি
উড়ছে পাখা মেলে।
ধানের মাঠের পরে সবুজে উঠেছে ভরে
কি অপূর্ব শোভা
ঘন শ্রাবণ ধারা বিরহে আত্মহারা
মিলনে মন লোভা।
নদী পূর্ণ যৌবনা এক রূপের মোহনা
দেখি যে আঁখি মেলে
কুলু কুলু কলরব নদী স্রোতের রব
ছেয়েছে দুই কূলে।
মেছুয়ারা দলে দলে ধরে নানা মাছ জালে
কত নিয়মে মেতে
ব্যাঙেদের দল সুরে ঘ্যাঙর ঘ্যাঙর, করে
মিলন সুখে মাতে।
মাঝে মাঝে বন্যা হয় তাই সকলের ভয়
কত না গ্রাম ভাসে
বাড়ি ঘর ভেসে যায় নদী কূল ভেসে যায়
কৃষি জমিও ভাসে।
বানভাসি লোকজন উপায় না পেয়ে কোন
শিবিরে দিন কাটে
ত্রাণের শিবিরে থাকে আহারের জন্য লোকে
ডুবিয়া মাঠে ঘাটে।
বহু লোকের জীবন বহু হয় যে মরণ
পরিহাসের খেলা
বর্ষাকালের দিনে সব হয় নিতে মেনে
প্রকৃতির খেলা।