কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী
by
·
Published
· Updated
সুখ
বৃষ্টিমুখর এই ভালোবাসা দিনে।
আরণ্যক উদ্দামটুকু নিয়েছিলে চিনে।
এ জগৎ ডুবে যায় গলিত মোমধারায়।
শব্দহীন কথা ভাসে বাদল বেলায়।
চোরা চোখ চোরা মন বাঁধা চোরা টানে।
স্থির জলে ভাসে নাও দেহের বাঁধনে।
গোলাপ পাপড়ি যত ছড়ানো বেদীতে।
বলেছিল এই সুখ লুটেপুটে নিতে।
ভরা ডালি অঙ্গরাগে সাজানো বাগান।
ছন্দে ছন্দে যেন লেখা ছিল গান।
খাঁজকাটা বাঁশুরীতে আঙুল ছোঁয়ালে।
অধরসাগরে দিলে সুধারস ঢেলে।
চিলেকোঠা গল্পেরা আখর সাজায়।
শরমে ঢাকা আঁচল হাওয়ায় ওড়ায়।
ভাষার জোয়ার এল কাজল চোখেতে।
বাঁধা পরে দুটি তনু মন সরসীতে।
রজনীগন্ধা লুটে নিল এই মন।
ক্ষণিকের এই সুখ হোক চিরন্তন।