কবিতায় স্বর্ণযুগে রাহুল গাঙ্গুলী (গুচ্ছ কবিতা)

মিউট্যান্ট সংক্রান্ত ১টি শব্দরূপ – সিরিজ
১
সারাদিন টেলিভিশন খোলা হলো না
কেবল সাঁতরাতে-সাঁতরাতে
অযথা দূরত্ব
. ক্রিয়াপদ ছেড়ে বিশেষ্য
infiltrate মস্তিষ্ক _____
. আপাতদৃশ্য ব্যবচ্ছেদ
. ঝমঝমিয়ে বরফ
. একটুআধটু ~ স্থিরতড়িৎ গন্ধ
২
সবকিছু ঠিকঠাক থাকলে
. এঁকে ফেলা ১টা নীলচাঁদ
ব্লু-মুন নামকরণ ~ কিছু অন্ধ হাতেখড়ি
হাতড়াতে-হাতড়াতে ছটফট কোপ
এখনও _______
জড়পদার্থরূপে আবাসযোগ্য ~ হাতলেখা হাতল
ধোঁয়া স্রেফ ধোঁয়াটে পিউপা ভর্তি গাছ
. দৃশ্যানুবিক্ হলুদ কাচের
. বাতিল দৈর্ঘ্য-বিষয়ক
৩
দরজাদারি ভাঙতে-ভাঙতে
. বরফজরফ খুলেখুলে ~ পুরনো পয়সা
. সূতোয় লেগে আছে শিকারি
. আর _____
. চোখ-২-টো জ্যামিতির ট্রিগার
. এসবই কিংকর্তব্যবিমূঢ় গুহাজাগতিক
ফোঁটাচাটা রক্ত থেকে ~ ক্রমশঃ মশারী-জন্ম
আকাশ || আকাশ
. মাটি || মাটি
. নদী || নদী
৪
গোটা ভ্রমণকাহিনী ______
পর্যবেক্ষণ
নিঃসন্দেহ
. এই ~ মন-গণিত আবরণহীন
. ||
. বৃষ্টিময় ব্যবচ্ছেদ
উদ্বৃত্ত সময় ~ জুড়ে
নিয়মিত
আত্মা বিষয়ক ~ নিশ্চিন্ত নিষ্ক্রিয়তা
. চৌহদ্দি ↓↓ ও}পার
৫
লাভা গলছে যেরকম
. মোমবাতি || তরল
. প্রতিবিম্বিত ~ আগুন
হুহু অংশ
. } কার্যত মিশে গিয়ে
. মাটির তৈরি বরফ
ঐ ঐ-যে হিহি লা
. উড়ানসম্মতো ভা
. বায়োস্কপিক্ স্রো
. ত
. সিরিঞ্জ ভর্তি ~ মায়াবায়ব্
শব্দরূপ : রাহুল গাঙ্গুলী