• Uncategorized
  • 0

সম্পাদিকা উবাচ

সম্পর্কের ভেতর আস্ত একটা হৃদয় থাকে৷ সেই হৃদয়ের আনাচেকানাচে আলো খেলে বেড়ায়৷ কখনও কখনও অন্ধকার আর আলোর যুদ্ধে অন্ধকার জিতে যায়৷ ব্যাস্ অন্ধকার যত গাঢ় হয়, চোখে মুখে কাল ছোপ ক্রমে কলঙ্কের মত দেখায়৷ কলঙ্ক তো চাঁদেরও থাকে তবু সে কলঙ্কের ভেতর যেন প্রশংশাই ত্বরান্বিত হয়৷ অথচ মানুষের ক্ষেত্রে সংগাটা খুব পিচ্ছিল৷
কখনও কখনও আমরা ভুলে যাই শব্দই ব্রহ্ম৷ আর এই ব্রহ্ম, না চাইতেই ঝড় তুলতে পারে৷ আবার না চাইতেই জোৎস্নার মত মোহিনী মায়া ছড়াতে পারে৷ তার ঝাঁঝ এত বেশি যে মায়ামাখা সম্পর্কে খানিকটা হেমলক ঢেলে দিতে পারে আবার অনুরণন এত বেশি বুঁজে আসা সম্পর্কের প্রদীপটা দপ্‌ করে জ্বালিয়ে দিতে পারে৷ তাই শব্দ জিহ্বায় ধারণ করার পর সেটা উচ্চারিত করার আগে যে মুহূর্তটা থাকে সেটা বড় পয়মন্ত মুহূর্ত, কারণ সেই মুহূর্তের বশ হয়ে তুমি উচ্চারণ করবে শব্দটা ৷ আর তার কারণেই হয় ভালোবাসা না হয় বিচ্ছেদ৷
তাই বোধহয় জ্ঞানী ব্যাক্তিরা বলেন শব্দ হল এমন শর যা একবার ধনুক থেকে বেরিয়ে গেলে আর কিছু করার থাকে না৷ এখানেই তো শিক্ষা দীক্ষা রুচিবোধকে আমাদের কাজে লাগাতে হবে৷ কখনও কখনও মানুষের অহংকার আর ঔদ্ধত্যের আমেজে লঘু গুরুর ভেদ ভুলে যায়৷ কখনও আবার ঘটনার আপেক্ষিকতায় হঠাৎই অসংলগ্ন ঘটনা ঘটে যায় তার দ্বারা৷ তবে এ ক্ষেত্রে নীরবতা কিন্তু অণুঘটকের কাজ করে৷ নীরবতা ফাঁটলকে নিঃশব্দে বাড়াতে দেয় আর এক সময় সেই ফাঁটল বাড়তে বাড়তে দুটো মানুষ সম্পূর্ণ বিছিন্ন হয়ে যায়৷
শিক্ষা আমাদের নম্র হতে শিখিয়েছে৷ কাজেই ভুল স্বীকার করলে কেউ ছোট হয় না বরং ভুল না স্বীকার করলে তা অন্যায়ে পর্যবসিত হয়৷ সব থেকে বড় কথা এ পৃথিবীতে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে বেশ কাঠখড় পোড়াতে হয়, আর ভাঙ্গতে লাগ মাত্র কয়েক সেকেন্ড৷
সাথে থাকুন৷ পড়তে থাকুন৷ লিখতে থাকুন৷ ভালো থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।