হৈচৈ ছড়ায় শিপ্রা দে by · Published July 3, 2021 · Updated July 3, 2021 শেয়াল যাবে বিয়ে করতে একধারে ঐ রোদ উঠেছে অপর ধারে বৃষ্টি নীলাম্বরী খুব সেজেছে কি অপূর্ব সৃষ্টি ! তেজ হারানো মিষ্টি রোদে শেয়াল মামার বিয়ে তাক ধিনা ধিন নাচছে দ্যাখো ময়না শালিখ টিয়ে। কি আনন্দ কি আনন্দ কুমির এলো ছুটে বনের যতো পশু ছিল সবাই গেল জুটে। শেয়াল যাবে বিয়ে করতে গলায় মালা দিয়ে সাথে যাবে বক আর কাক সানাই বাজনা নিয়ে। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে শুদ্ধেন্দু চক্রবর্তী (পর্ব – ২৪) May 18, 2021 by · Published May 18, 2021