• Uncategorized
  • 0

কাব্যানুশীলনে সুব্রত মিত্র

আছে; আছে; আছে, আছে এত কিছু

আছে ক্ষুধা; নেই মানবতা
আছে ধ্বংসের রূপান্তর কালক্রম
আছে অনবরত ঝরে যাওয়া ঘাম,নেই বিশ্রাম।
আছে স্বৈরাচারীর মোহনা
আছে পিশাচের যন্ত্রণা,
আছে লাশ আর মৃত্যুর ইতিহাস
আছে মরনের জন্য বয়ে যাওয়া সংক্রমণ যুক্ত বিষাক্ত বাতাস।
আছে দায়;আছে অন্যায়
আছে রুদ্ধদ্বার; আছে অবিচার,
আছে অনৈতিক শাসন; আছে কলহ যাপন
আছে নৈমিত্তিক ব্যাকরণের সহিত আমার নামকরণ।
আছে রাজনীতির নীতিতে ভরা দুষ্টু লোকের তুষ্টিকরণ
আছে সঙ্গ মঞ্চে হেথায় হোথায় মাল্যবরণ,
আছে কল্পতরুর গল্প গরু নিম্নবিত্তের মৃত্যুবরণ।
আছে ক্ষুধার রাজ্যে বাতাসা বিলি
আছে রাজার পাশে প্রজার পেট খালি,
আছে চাকচিক্যের রাজকীয় সড়কে পুলিশি ঝঞ্ঝাট
আছে তোলা আদায়ের তরে রিকশা ও ঠেলাওয়ালার ‘পরে অসহনীয় চোটপাট।
আছে জাতীয় পতাকার সব রং ধরে টানাটানি–
শুধু পতাকার সাদা রংটিই পড়ে থাকে মধ্যিখানে,
মূর্খের দল বুঝেছে চালাকি, বোঝেনি ঐ সাদা রংয়ের মানে।
আছে চোখের কোনে কালশিটে পড়া–
বিধবা মায়ের ভাতা কেড়ে নেওয়া দালালের হাসি,
এক চরম নির্লজ্জের মত ওরাই আবার–
মঞ্চে উঠে বলে ”আমি দেশকে ভালোবাসি”।
আছে নগর মালার বংশ প্রমাণ
আছে নগর জ্বালার চির অপমান,
আছে কুশপুতুলের মূর্তি পোড়ানো অট্টহাসির অট্টালিকা
আছে উর্বর জমিতে শস্য শ্যামলের বদলে–
মৃত্যু মিছিলে কান্নায় ভেঙে পড়া নিঃস্ব মরুভূমির রুষ্ট মৃত্তিকা।
আছে;আছে;আছে।আছে হরেক অভিজ্ঞতার সঞ্চয়
আছে বেকারত্বে চাপা পড়ে জীবন সংশয়,
আছে নম্র কেতুর ফিতেয় মোড়া দারুন জঞ্জাল
অভিশপ্ত জীবন আজ জীবনের সাথে হাটে,এ কোন অশুভ সকাল?
বেঁচে থেকো পৃথিবী,বেঁচে থেকো সকল অনুভব
বেঁচে থেকে থেকে মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে দেখে গেলাম,
দেখে গেলাম আমি এত সব।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।