কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার
by
·
Published
· Updated
পরমবন্ধু
গাছ হলো আমাদের পরমবন্ধু,
ছাতার মতো সবসময় ছায়া দিয়ে যায়,
ফুল দেয় ফল দেয় জালানি কাঠ দেয় আরো
জীবন রক্ষার নানা সামগ্রী দিয়ে পাশে দাঁড়ায়।
অক্সিজেন জোগান দিয়ে বাঁচায় প্রাণীকুল
দূষণযুক্ত পৃথিবীকে দূষণমুক্ত করে,
শোষণ করে গ্রীনহাউস গ্যাস সূর্যরশ্মি
সুন্দর একটা পৃথিবী গড়ে।
সবুজ-শ্যামল গাছগাছালি স্বস্তি আনে প্রাণে
সেই কথাটাই বলে গেলাম আমি গানে গানে।