সম্পাদকীয় উবাচ

সত্য আর মিথ্যের ফাঁকটাতে চলে ভাঙা গড়ার খেলা

সত্যের চেহারাটা একেবারে সূর্যের মত৷ তেজি, উজ্জ্বল, চারিদিক আলোয় ভাসিয়ে নিয়ে যায়৷ বড্ড স্পষ্ট সবকিছু৷ বড্ড স্বচ্ছ৷ কখনও কখনও অযাচিত মেঘ সেই আলো ঢেকে ফেলে ঠিকই, কিন্তু তার স্থায়িত্ব বড় স্বল্প সময়ের জন্য৷ তারপরই আবার সে আড়াল ভেঙ্গে গুড়িয়ে আপন উজ্জ্বলতা নিয়ে স্বমহিমায় প্রকাশিত হয়৷
মিথ্যেরা যেন মেঘের মত৷ যেন সবটাই নকল৷ যেন যা নয় তাই সাজা৷ যেন প্রতি মুহূর্তের প্রতীক্ষা এই বুঝি ভেতরের সমস্ত লুকানো সজ্জা খোলস ছেড়ে বেরিয়ে আসবে৷ ঝরে পড়বে অঝোর ধারায়৷ যেন মিথ্যের দায়ে স্ফীত হতে হতে সে ভার আর বহন করতে পারে না৷ আর ভেসে থাকতে পারে না মেঘ হয়ে৷ সমস্ত ওজোর আপত্তি গোপনীয়তা ভেঙ্গে বৃষ্টি হয়ে ঝরে পড়ে৷ তখন জলের মত অমলিন, স্বচ্ছ, একেবারে ঝকঝকে৷ এতটুকুও আবর্জনা নেই৷ ঠিক যেমনটা হওয়ার কথা ছিল তেমনটা৷
তবে সত্য আর মিথ্যে এই দুই বড়ই আপেক্ষিক৷ পৃথিবীর কোনো প্রান্তে যা অসত্য, নিন্দনীয়, অন্য প্রান্তে আবার সত্য, প্রশংশনীয়৷ কালান্তরে দেশান্তরে, প্রসঙ্গান্তরে বা ব্যক্তি সাপেক্ষে সত্যতার কাঠামো, নির্যাস অনবরত পাল্টে যায়৷ আমাদের ২৪ ঘন্টা দিন আর ২৪ ঘন্টা রাত৷ ঘর থেকে বেরিয়ে একটু যদি গ্রীনল্যান্ড, এস্কিমোদর দেশের উঠোনে দাঁড়ালে এই তথ্য একেবারই অসত্য প্রমাণিত হবে৷ বিজ্ঞাপনের সত্যরা? কত বেগবতী কল্লোলিনী ! কিন্তু কতটা যে সত্যি, তা আমি আমরা তুমি তোমরা সবাই জানে৷ তবু মিথ্যেবাদীতার দায় কোতোয়ালে নালিশ হয় না!
তবে এটুকু অকাট্য সত্য, মিথ্যাচারীতার দায়ে, ধ্বংস আগুনের মত ছড়িয়ে পড়ে। ঘর ভাঙ্গে, সম্পর্ক পোড়ে, ছাই শুধু ছাই আর ছাই পড়ে থাকে অবশিষ্ট৷ সেই মিথ্যেরা বরাবর সর্বকালের গর্ভে মিথ্যে হয়েই বেঁচে থাকবে৷ কোনদিনও রামধনু রঙ দেখবে না, পাহাড়ী ঝরনা দেখবে না৷ সত্যের তেজ বড্ড বেশি৷ সমস্ত মলিনতাকে উজ্জ্বল করে৷ যেন কস্তূরীর ঘ্রাণ, মখমলে রাস্তা, মুক্ত ঝরনা৷ প্রশ্নটা এখানেই আমার নিজের কাছেও৷ তবে কেন এমন মিথ্যের ঠুনকো ঝনঝন, এত আমাদের কব্জা করে ফেলে?
মিথ্যের অপলাপ যতদিন আমাদের চেতনাকে অবশ করে রাখবে, ততদিন মিথ্যে, মুখোশ, আগুন, ধ্বংস, অপরাধ পৃথিবীর সাথে ছায়ার মত লেগে থাকবে৷ তবে সত্যের চেহারাটা বড় সুন্দর, উজ্জ্বল৷ চেষ্টা তো করতেই পারি, সত্যের লাঠিটাকে অবলম্বন করতে!
ভালো থাকুন৷ দয়া করে সচেতন থাকুন ৷পড়তে থাকুন৷ লিখতে থাকুন৷

রাজশ্রী বন্দ্যোপাধ্যায়

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।