প্রবাসী মেলবন্ধনে কল্লোল নন্দী (আটলান্টা) (পর্ব – ২)

দৈনন্দিন – ২

মুরলি বলল, বুঝলে পার্থ, এই যে করােনার ঠেলায় সব কিছু বন্ধ – একেই বলে লাগাতর ধর্মঘট।
পার্থ বলল, কিন্তু এর প্রতি তাে জনসাধারণের সমর্থন নেই।
মুরলি জিজ্ঞেস করল, কোনকালের কোন ধর্মঘটে সাধারণ লােকের সমর্থন থাকে হে? বন্ধের দিন দোকান-পাট খুললে চুরি-ছিন্তাই, ভাঙচুর হবে, আর গাড়ি চালালে তাতে আগুন লাগিয়ে দেবে – সেই ভয়ে সবাই বাড়ি বসে থাকে। সেইবেলায় তাে কেউ কিছু বলাে না। পার্থ বলল, তা ঠিক। একটু ভেবে জিজ্ঞেস করল, কিন্তু এবারের দাবিটা কি?
– দাবি হল, জনসংখ্যা কমাও।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।