কবিতায় স্বর্ণযুগে হরিৎ বন্দ্যোপাধ্যায় (গুচ্ছ কবিতা)
by
·
Published
· Updated
১| জঙ্গলের মধ্যে
জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখি
কত কত গাছ গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে
কোনোদিন কারও গায়ে গা লাগিয়ে দাঁড়াই নি
বৃষ্টিদিনে ছাতা মাথায় শুধু নিজেকে সামলেছি
জানলা খুলে কখনও বলি নি
এসো না উঠোনে পায়চারি করি
একমাত্র জঙ্গলে গেলে বুঝতে পারি
আমরা সবাই কত কত দূরে দাঁড়িয়ে।
২| আর একটু
আর একটু বৃষ্টি হলে এতো গরম থাকতো না
পাঁচদিনের টানা বৃষ্টির পর
আর একটু বেশিক্ষণ রোদ থাকলে কি ক্ষতি হতো
আর একটু আগে এলে
স্টেশনে এতক্ষণ বসে থাকতে হতো না
এতো হিসেব বোঝাে
আর এটা বোঝাে না ভায়া
আর একটু সরে এলেই
একটুর ফাঁকটা আর থাকে না।
৩| ছাড়াছাড়ি
আমাদের ছাড়াছাড়িটা সকাল গড়াতেই
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে
ও বাস পেয়ে চলে গেল
আমাদের কোনোদিন ঝগড়া হয় নি
ওর ভাগে আমি কখনও চোখ বড় করিনি
সবার আগে
আমার ঠিক পাশের জায়গাটা ওর জন্যে ধরে রেখেছি
তবুও ও বাস পেয়ে গেল।