১| নেটফ্লিক্সে এই মুহূর্তে সব থেকে বেশি নম্বর পাচ্ছে ফ্যান্টাসি ড্রামা Sweet Tooth, ৪ জুন Netflix-এ মুক্তি পেয়েছে এই সিরিজ।
২| রিলিজ করে গিয়েছে The Family Man Season 2 ৷
৩| এ বার আরও এক ধাপ এগিয়ে আইপিএস পরীক্ষার কোচিং স্কলারশিপ দিতে এগিয়ে এলেন অভিনেতা সনু সুদ
৪| থিয়েটার ফোরাম এ বছরও লকডাউনে আবার শুরু হয়েছে একই উদ্যোগ ৷ বনগাঁ স্টেশনে রোজ এক বেলা করে খাওয়ানো হচ্ছে প্রায় ৯০ জনকে ৷ কুচবিহারে দৈনিক ৮০ জনের কাছে পৌঁছে যাচ্ছে খাবার ৷ সেখানে ফাঁসির ঘাটে তোর্সা নদীর চরে বাসা বেঁধে থাকা বাসিন্দাদের সামনে পরিবেশন করা হচ্ছে খাবার ৷ হলদিবাড়িতে ভবঘুরেদের পাশাপাশি খাবার পৌঁছে দেওয়া হচ্ছে কোভিডরোগীদের কাছেও ৷ বহরমপুর শহরেও ঘুরে ঘুরে খাবার বিলি করা হচ্ছে ৷ সাহায্যের হাত পৌঁছে গিয়েছে পেট্রাপোল সীমান্তেও ৷ বিএসএফ-এর অনুমতি নিয়ে সেখানেও ভবঘুরেদের হাতে তুলে দেওয়া হয়েছে খাবারের প্যাকেট ৷
এই উদ্যোগের জন্য ডেকরেটর্সরা নিখরচায় তাঁদের বাসনপত্র দিয়েছেন ৷ নাট্যকর্মীরা নিজেরাই রান্নাবান্না এবং খাবার বিলির দায়িত্ব নিয়েছেন ৷ দলের মেয়েরা সামলাচ্ছেন রান্নার দিক ৷ তার পর খাবার প্যাকেটবন্দি করা থেকে বাসনমাজা, সে দায়িত্ব নিয়েছেন পুরুষরা ৷ ঘুরে ঘুরে খাবার বিলি করার কাজে সামিল নারীপুরুষ নির্বিশেষে সকলেই ৷
রোজকার খাবারে থাকছে ভাত এবং একটা তরকারি ৷ এ ছাড়া মাঝে মাঝে ব্যবস্থা করা হচ্ছে মাছ বা মাংস বা ডিম-ও ৷