সাহিত্য ভাষান্তরে বাসুদেব দাস

সাগর এবং ভার্গবী
প্রদীপ শইকীয়া
মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ
ঘুমের গালিচায় হেঁটে বেড়ানো
একটা ছায়ামূর্তির অজ্ঞাতে
বদলাতে চাইছি আমার রঙ
কাগজের নৌকা হয়ে
তোমার সমুদ্রে
চোখ ঝলকানো আয়নাগুলিতে
নৃ্ত্যরতা
তোমার উদ্দাম শরীর
প্রার্থানার দিব্য প্রতিধ্বনিতে
কোথাও জ্বলে উঠেছে নীলাভ আলো
যার অতীন্দ্রিয় স্পর্শে
ছাই হয়ে এসেছে
আমার প্রাচীন অহঙ্কার
হে আলোর জলধি
আমাকে গ্রহণ কর
এই বিকেল।