শিক্ষার কোন বিকল্প নাই
শিক্ষাই হলো মূল,
মূর্খ যারা বুঝছে তারা-ই
করেছে কত ভুল।
চোখ থাকতে অন্ধ যে তারা
ঠকছে পদে পদে,
বড়লোকের অবহেলায়
নীবরেতে-ই কাঁদে।
কৃষি, উদ্যোগ,বাণিজ্য কিংবা
রাজনীতি, অর্থনীতি;
খেলাধুলা,আনন্দ-বিনোদন বা
সঙ্গীত বা সংস্কৃতি।
সব কিছুতেই শিক্ষার দরকার
শিক্ষার নাই বিকল্প,
সময় থাকতে শিক্ষা নাও ভাই
হোক বেশি কিংবা অল্প।
২| মিত্রতা
দুঃখে সুখে ভালো মন্দে
মানে অপমানে,
বিপদে আপদে কিংবা
উত্থানে পতনে।
যে তোমার থাকবে পাশে
সে তো প্রকৃত মিত্র,
মিত্রতা বড়োই কঠিন
বড় খাঁটি পবিত্র।
মিত্রতার পরাকাষ্ঠা ছিল
দাতাকর্ণ মহারথী,
আর জগত পালক হরি
যিনি পার্থের সারথী।
এযুগের মিত্রতা ভাই
মোহে কিংবা লোভে,
স্বার্থে যখন পড়ে বাড়ি
কেটে পড়ে ক্ষোভে।
বসন্তের কোকিল আসে
চুষে নিতে সুধা,
মধু হীনা কুসুমে হায়
কে মজে বেহুদা !
যেমন প্রসাদ বিতরণ শেষে
আশ্রম খালি,
সমাদরের পুরোহিত মশাই
চোখের বালি !