• Uncategorized
  • 0

কবিতায় বলরুমে মহুয়া সমাদ্দার

গলনাঙ্ক

সকাল থেকেই পড়ছে বরফ খুব
আমার মনের আনাচে কানাচে
মুঠোফোনটা বাজবে না বুঝি আর
ক্লান্ত শরীরে মানুষ তবুও বাঁচে ।
গরম কফিতে চুমুকের ঠিকানা
রেখেছো কিনা হয়নি জানা আর
ভুলতে চেয়েছি যতই আমি তোমায়
মনের দোরে দাঁড়িয়েছো বারেবার ।
কি চাও বলো ? পৌষের আঘ্রাণ ?
পাওনি নাকি আমার শরীরে রোজ ?
বাইরে তুষার, শিশিরের আব্দারে
নিয়েছো কখনো আমার মনের খোঁজ ?
যে নদীতে স্নান করেছো অফিস ফিরে
আমার‌ই চোখের বরফ গলা জল
জানতে চেয়েছো কতটা উষ্ণ হলে
গলনাঙ্কে পৌঁছায় মনোবল ?
শেষ ট্রেনটা ধরতে পারি জেনেও
হাত না বাড়িয়ে খুঁজেছো কেবল খুঁত
তাই তো তুমি পাহাড়ের মতো একা
হয়ে গেছো আজ অসহায় , অদ্ভুত ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।