মার্গে অনন্য সম্মান সংহিতা মজুমদার (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৭
বিষয় – জৈষ্ঠ্যর দাবদাহ / পাহাড়ি ঝর্ণা
গ্রীষ্মের প্রাণনাশা দাবদাহ
বৃত্ত যেথায় আজ কেবল শুন্য থালা
অন্ধকারে জীবন শুধুই দুঃখ মালা,
বদ্ধ জানালা দ্বারে একা রুদ্ধতম বাস
ছিন্নমূল স্বাধীন শহরে হস্তমুক্ত গ্রাস ।
বসন্ত শেষে এলো নিষ্ঠুর গ্রীষ্ম বেলা
দেখি দাবদাহ, নেই বাদলের খেলা,
মৃতপ্রায় মাটি, শোকে পুড়ছে ধরিত্রী,
ধুঁকছে চাষী, সবুজ হারাচ্ছে তার শ্রী ।
বৃক্ষছেদনে ধরার আল্পনা গেলো মুছে,
পক্ষী সাথে মানবের শান্তি গেলো ঘুচে।
খরার প্রকোপে অভাগা ফুটিফাঁটা মাঠ
শস্যশ্যামলার বুক আজ শুকিয়ে কাঠ।
ব্যর্থতা আগ্রাসন করে সুদূরের প্রান্তর
ছেয়ে যায় চাষীর সুখে ধোঁয়া নিরন্তর।
সকল দ্রব্যে স্বর্ণসম বর্ধিত দাম আজ
কঠিন দিনে সাধারণের বরাতে ভাঁজ।
মাঠ ক্ষেত ভরেছে কংক্রিটের দেয়ালে
জলাজমিতে ভিড় অমানবিক খেয়ালে,
জ্যৈষ্ঠের দাবদাহে দেখি জীবন বিষময়
তবু আজও মানবকুল অবচেতন রয়।
একান্তে আজ এই ভাবনাই আসে মনে
চেতনা জাগুক আধুনিক মানবের প্রাণে,
এমন উষ্ণ জ্যৈষ্ঠ দাবদাহের হোক অবসান
সঞ্চার হোক প্রকৃতির বুকে নতুনের প্রাণ ।