অন্য কোন গ্রহে হয় কিনা জানিনা । তবে আমাদের এই সুন্দর পৃথিবীতে বছরে ছ’টা ঋতু আমরা অনুভব করতে পারি বিশেষ করে আমাদের দেশে । দেখা গেছে এক একটা ঋতু কমবেশি দু’মাস করে অবস্থান করে । তারা বিভিন্ন রূপ, রস ও গন্ধে আমাদের মাতিয়ে দিয়ে যায় । আমাদের শরীর, স্বাস্থ্য ও উন্নতির সহায়ক হয়ে থাকে এই ঋতু ।
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন আমরা অতিষ্ঠ হয়ে উঠি । তারপর আমাদের শীতল করতে বর্ষা ঋতু আসে বৃষ্টি নিয়ে । রুক্ষ সুক্ষ হয়ে যাওয়া এই পৃথিবীতে সবুজ শ্যামল করতে তার তুলনা নেই । বৃষ্টির ঝম্ ঝম্ শব্দে কবির মনের প্রেরণা যোগায় নতুন কিছু লেখার জন্য । প্রেমিক প্রেমিকার মন উতলা হয়ে ওঠে কাছে পাওয়ার জন্য এই বৃষ্টিতে ।
বর্ষাকালে এই বৃষ্টি আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে আসে । প্রচুর পরিমাণে জল পেয়ে জমি উর্বর হয়ে ওঠে । চাষী মনের আনন্দে ফসল ফলায় গান গেয়ে । জেলে ভাই খুশি হয়ে জাল নিয়ে মাছ ধরতে যায় নদী, খাল, বিল, পুকুরে । গাছের সবুজ পাতা দেখা দেয় আর কোকিল সেই গাছের ডালে বসে আমাদের কুহু কুহু স্বরে মন মাতায় ।
তবে কখনো কখনো অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে নিচু এলাকায় জল জমে বন্যার সৃষ্টি করে । ফলে মানুষের দুর্ভোগের সীমা আর থাকে না । অনেক সময় এও দেখা গেছে যে বৃষ্টির জলে ভিজলে মানুষ সর্দি কাশি রোগে ভোগে । আবার বৃষ্টির জল জমে যাওয়ার জন্য মশার উৎপত্তি বেশি হয় । ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগের সম্ভাবনা বেড়ে যায় ।
এটা আমরা সবাই জানি যে সব কিছুরই ভালো ও মন্দ দুটো দিক থাকে । তাই একটু সচেতন থাকলেই, আমরা ভালোর দিকটা উপভোগ করতে পারি খুব সহজেই । এই বর্ষার জল পৃথিবীকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যায় আগামী দিনের উৎসবগুলো পালনের জন্য । বর্ষা আমাদের শুধু দিয়েই যায় আর নতুন করে বাঁচতে শেখায় ।