যতোবার তোমার আমার মাঝে দূরত্বের রেখা টানবে,
স্থানাঙ্ক মেপে যেও ,ফিরে আসতে সুবিধা হবে।
প্রতিবার বিদায়ে ফিরে আসার শেকড় ছড়িয়ে যেও,
যে শেকড় আমায় আষ্টেপিষ্টে বেঁধে রাখবে
তোমার পরবর্তী ফিরে আসা ওবধি ।
প্রতিবার ফিরে আসায় নতূনত্বের গন্ধ রেখে যেও,
যে নতূনত্ব আমার প্রেমিকা সত্তায় অনুঘটক হবে।
ভিসুভিয়াস থেকে আবহমানকাল ব্যাপী
একটা অগ্নিস্ফুলিঙ্গ ছুটে চলেছে,শুধু ছুটেই চলেছে
গন্তব্যহীন ছায়াপথ বরাবর ।
কোথাও তীব্রতা নেই,থেমে যাওয়া নেই
সভ্যতার প্রচ্ছদে সমান্তরাল রেখার মতো ।
যদি বিপ্রতীপে রয়ে যেতে চাও,
ধুলোকনা হয়ে পথ আটকাও,চলে যেতে দিওনা।
স্থানাঙ্ক জানে অনন্তের কোনো পরিধি হয়না ,
শুধু স্থবির ঘনত্বে অনুভব মিশে থাকে ।