আজকে তোমাদের জন্য রাখলাম গরমে বাড়িতে তৈরী কিছু উপকরণের সাহায্যে ত্বকের পরিচর্চা।
চলো তাহলে দেখে নিই…
১। এখন সবার বাড়িতেই অল্প বিস্তর আম রয়েছে। প্রথমে আম খোসা ছাড়িয়ে ভালো করে চটকে নিন এবং ফ্রিজে রাখুন ১০/১৫ মিনিটের জন্য। তারপর পরিস্কার করা ত্বকে পুরু করে লাগিয়ে নিন। চামড়ায় টান পড়লে হালকা গরম জলে কাপড় ভিজিয়ে মুছে নিন। পছন্দের কোনো টোনার লাগিয়ে নিন। সাথে ময়স্চারাউজার।
ত্বকের সমস্ত ট্যান উঠে যাবে। সপ্তাহে একবার এটি ব্যবহার করা যেতে পারে।
২। কাঁচা আম এর টুকরো নিয়ে মিক্সিতে বেঁটে নিন। গরম জলে ত্বক ধুয়ে প্রলেপটি লাগিয়ে নিন রোদে পোড়া ত্বকের উপর। শুকনো হলে ধুয়ে ফেলুন। সাথে ময়স্চারাইজার।
৩। কাঁচা আম ভালো করে গ্রিড করে নিয়ে একটি পরিস্কার পাত্রে একটু জল দিয়ে হালকা আঁচে ফুটিয়ে নিন ১০ মিনিট মতো। আমগুলি ছেঁকে নিয়ে জলটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে চুলের সমস্ত অংশে লাগিয়ে রাখুন ১৫/২০ মিনিট। এবার মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিন। লাগিয়ে নিন কোনো কন্ডিশনার। চুল হবে হেলদি।
৪। পেঁপে সবার বাড়িতেই থাকে। পেঁপে চটকে নিন সাথে যোগ করুন মধু। প্যাক তৈরি করে ৫/১০ মিনিট ফ্রিজে রাখুন। এরপর পরিস্কার ত্বকে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন। শুকালে ধুয়ে ময়স্চারাইস করুন।
৫। লেবু ও চিনি ভালো করে মিশিয়ে নিন এবং ত্বকের উপর লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করে নিন। ত্বক হবে ট্যান- ফ্রি।
আজ এই ওবধিই, আসবো আগামী দিন আরও কিছু নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থেকো।