ক্যাফে কাব্যে শুভ্রজিৎ চোংদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
তুমি আমায় ভালোবাসো না
তুমি আমায় ভালোবাসো না,
চরম ক্লান্ত দিনলিপি অতিক্রম করার অবসন্নতায় তুমি আমার দু’হাত, বুক আর কাঁধের উপর আস্থা রাখো না!
তুমি আমায় ভালোবাসো না,
শারীরিক অবস্থার অধঃপতন হলে, যে হাত তোমার কপাল ছুঁতো,
সে হাত আজ উপেক্ষিত।
তুমি আমায় ভালোবাসো না,
পরিশ্রান্ত হৃদয় নিয়ে সুখ-দুঃখ ভাগাভাগি’র পাঠ ও চুকেছে।
তুমি আমায় ভালোবাসো না,
তোমায় এগিয়ে দেওয়ার জন্য আর আমার সম্মতির প্রয়োজন হয়না,
সবই নিজে থেকে শিখে গেছ।
তুমি আমায় ভালোবাসো না,
আমার সমস্ত অধিকার ছিনিয়ে নিয়ে যারা তোমায় বেঁধে রেখেছে,
তাদের সাথেই মিশে গেলে।
তুমি আমায় ভালোবাসো না,
সময়ের স্রোতে হাল ছাড়া নৌকার মতো ভেসে বেড়াও,
আজকাল, পালই তোমার বন্ধু, হাওয়াই তোমার সঙ্গী।
তুমি আমায় ভালোবাসো না,
সময় চুরির উদ্যম আর ইচ্ছে দুটো’ই আজ ম্লান।
তুমি আমায় ভালোবাসো না,
হারিয়ে গেলে, ঠিকানা খোঁজার প্রয়োজন অবধি গেছে।
তবে প্রিয়জন থেকে প্রয়োজন বানাওনি,
অপ্রয়োজনীয় বলে ফেলে দিতে অসুবিধা হবে না।
তুমি আমায় ভালোবাসো না,
তুমি আমায়, আর ভালোবাসো না।
তুমি আর আমায় ভালোবাসো না।