মিলতে পারেনি দুই তীর কোনও দিন
এক বুক তৃষ্ণায় চেয়ে থাকা অনন্তকাল-
এক আকাশের নীচে
হেমন্তের হিমে আর
শ্রাবণের অঝোর ধারে ভিজে
কেটে গেছে অগুণতি দিন সব..
বহতা নদীর মতো অবিরল ….
একদিন গোধূলির আলো নিভে
এক আকাশ তারা ভরা রাতে,
খসে যেতে যেতে ,বলে গেল নীল এক তারা
‘ফিরে চলো , ও গো ফিরে চলো উৎস সন্ধানে’ …..
সে কথা অনুরণিত হলো ইথারে ইথারে …
সেই দিন থেকে পথ চলা পিছনের পানে
অজানা সে উৎস সন্ধানে. …
বিদায়ের সুরে ভেসে গেল এক বুক কাশে ভরা তট
কুশল মঙ্গল জানাল প্রাচীন সব অশথ পাকুড় বট
কত প্রান্তর পিছে ফেলে
কত নিভৃত জঙ্গল , জনপদ ….
অবশেষে শিলাময় সেই স্থান
পাথরে পাথরে মুখরিত কলতান….
প্রবাহিণীর উৎসমুখ, এই সেই স্থান যেখানে
নদীর দুই তীরে নেই কোনো বিচ্ছেদ, ব্যবধান. …
এক রামধনু আঁকা আকাশের নীচে
পাইন ফার ম্যাপেলের
ঝরা পাতার রাশে
দুই তটভূমি মিশে আছে, এ ওর বুকে আশ্লেষে….