কাব্যানুশীলনে দেবানন্দ দে
by
·
Published
· Updated
the journey never ends…
আজ নৈশব্দ ভালো লাগছে না
বারবার মনে পরে নিদারুণ
ভাঙ্গা – গড়ার খেলা–,
কে তোমাকে নিয়ে গেল
কোন সে স্বর্গের উদ্যানে;
বিধাতা কী জানেনা তুমি ছাড়া
মাটির পৃথিবীতে স্বর্গ রচে না?
আমাকেও যেতে হবে
শেষের কবিতা শেষ হলে -,
জীবনের দোলনায় কেউ আগে, কেউ পরে
তাও তুমি বারবার ফিরে আসো আলেখ্য জীবনে
কবিতার ভিড়ে, চেনা চোখ মেলে।
জীবনের তিন ভাগ দুখে, এক ভাগ সুখে
তোমার অধরের অক্ষয় লালিমায়
কোন দুঃখ জমা ছিলনা সেথায় -,
হাতের সুগন্ধি সুঘ্রাণে তুমি ছিলে নিরুপমে।