দিগন্তরেখা ঘেঁষে তিলে তিলে পুঞ্জীভূত হবে
ক্ষোভমাখা টুকরো টুকরো মেঘ,
একদিন দুম করে ছেয়ে যাবে গোটা আকাশ,
ঠিক যেন সতীত্বক্ষয়ের প্রতিশোধ নিতে থাকা
কোনো নারীর রক্তবর্ণ চোখ !
তারপর ঝমঝমিয়ে শুরু হবে আগুনবৃষ্টি,
পুড়ে ছারখার হবে যত নোংরা ‘আগুন’,
আর সেদিন রেহাই পাবে না ‘জল’-ও…
গুনতে হবে বিষশামুকে পা কাটার মাশুল !
তাই শোনো,
ছুঁড়ে ফেলো তোমাদের এই অতিবাঁচন,
কিছুটা শহর বাকি রেখো আমাদের জন্যও,
দু-মুঠো সচ্ছলতায় আর এক আঁজলা সুখে
কিছু চোখকেও স্বপ্ন দেখতে দাও !