T3 || অবিস্মরণীয় নজরুল || বিশেষ সংখ্যায় অর্ণব কর্মকার
by
·
Published
· Updated
কুলি
কুলিদের হাড়-পাঁজর গুনতে গুনতে
যখন গুলিয়ে গ্যালো,
তখন চারিদিকে চেয়ে দেখি
উঠে গ্যাছে সিমেন্টের দেওয়াল…
চারিদিকে অন্ধকার, ইঁটের পাহাড়…
এখনো কাদের যেন কান্নার আওয়াজ শুনি
ওখানে ইলেকট্রিক খুঁটি
তার নিচে চাপা পড়া কতগুলি মৃতদেহ
তারা আজও বয়ে চলে লোহার কঙ্কাল, ধ্বংস
আমাদের আর কুলি হওয়া হলনা!
যেটুকু দায় আজ কাঁধের উপর নিয়েছি তুলে
সেটুকুও ফেলে দিয়ে নিশ্চিন্ত!
এখনোকি একবার ডেকে নেব নজরুলকে
জেনে নেব কতটুকু দায় আজও রয়ে গ্যাছে বাকি?
বোধ করি
আমাদের কখনো আর
ভার বওয়া হলোনা!
মাথায় অজস্র জঞ্জাল—লোহার
কিকরে বাজাব বলো— রাখালিয়া বাঁশি?