২|
বিশ্ব পড়তে বোস। সকালে ম্যাম যা হোম ওয়ার্ক দিয়েছে,শেষ কর।আমি সন্ধে দিয়ে এসে সব চেক করবো।ক্লাস টুতে উঠে পড়লি। এবার আরো বেশি করে পড়তে হবে।
– আমি পড়তে বসবো না।
-কেন রে?অমন মুখ গোমড়া করে আছিস কেন? হোমওয়ার্ক শেষ করে নে, তোকে বাটার ভাত আর অমলেট খেতে দেবো।
– আমার খিদে নেই।
-কেনো রে সোনা?
– তোমরা কত লাকী মা।ছোটবেলায় স্কুল গেছো,বড় হয়ে কলেজে গেছো।কত মজা করেছো বন্ধুদের সাথে।
আমি সেই গতবছর থেকে মোবাইলে ক্লাস করছি,বন্ধুদের দেখতে পাই কিন্তু খেলতে পারি না।অর্ণবের সাথে টিফিন শেয়ার করতে পারি না।আমার ভালো লাগে না। কবে স্কুলে যাবো মা? কবে আবার বন্ধুদের সাথে খেলা করবো?
-জানিনা বাবা। কবে আবার সব স্বাভাবিক হবে।
কবে তোর বাবা কাজে যাবে?