মাতৃভাষায় কথা বলি তাই
তোমরা করো যত অত্যাচার !
মাতৃভাষার কথা বলার কি
নেই মোদের কোন অধিকার ?
মাতৃভাষার স্লোগান তোলায়
সেদিন কেড়ে নিলে তোরা প্রাণ !
মায়ের জন্যে দিয়েছি তো জান
তবু আমরা দেইনি জবান।
৪| রক্তে রাঙা উনিশ
আমার বোনের শোণিত স্রোতে
উনিশ হলো লাল,
আমার ভাইয়ের রক্তে রাঙা
উনিশশো একষট্টি সাল।
রক্তে সেদিন রাঙা রেলপথ
রাঙা হলো মাটি ;
বাঙালি সেদিন বুঝিয়ে দিলো
ভাষাপ্রেম কত খাঁটি।
বরাক জোড়িয়া উঠলো সেদিন
কেবল একটি স্লোগান,
চাইলে আরো জীবন দেব
তবু দেবনা জবান।
বীর বাঙালির মহা আন্দোলনে
কাঁপলো সেদিন সরকার।
স্বীকৃতি দিলো বাংলা ভাষা
বাঙালি পেলো অধিকার।
বিশ্ব সেদিন মুগ্ধ হলো
দেখে বাঙালির বীরত্ব
অধিকার পেলো বাংলা সেদিন
মিটলো ভাষার দাসত্ব ।
৫| গর্বিত বাঙালি
মাতৃভাষা রক্ষার তরে
জান দিতে হয় বলি,
কয় জাতির ইতিহাসে
আছে এমন গুণাবলী।
মাতৃভাষায় রক্ষার তরে
দেশে দেশে হয় আন্দোলন,
বাঙালিই শুধু করতে পারে
এমন স্পর্ধার আস্ফালন।
বাঙালি জাতি বীরের জাতি
বাঁচে না কারো দয়ায়,
আন্দোলন করে যারা করে
নিজ অধিকার আদায়।
বাঙালি বলতে অহং হয়
গর্বে ফুলে ছাতি,
ইতিহাসের পৃষ্ঠা জোড়া
যে জাতির সুখ্যাতি।
৬| উনিশ দিয়েছে
উনিশ দিয়েছে অধিকার
মাতৃভাষায় পড়তে,
লিখতে পদ্য,গদ্য,প্রবন্ধ
আর যে ছড়া গড়তে।
উনিশ দিয়েছে অধিকার
মাতৃভাষায় বলতে,
স্বগৌরবে বাঁচাতে আর যে
স্বাধীন ভাবে চলতে।