মার্গে অনন্য সম্মান সুমিতা চৌধুরী (সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৪৫
বিষয় – সমর্পণ / শিশুশ্রম / মানবিকতা / বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
আমার মনের রবীন্দ্রনাথ
আমার মনের পরতে পরতে
তুমি সদাই করো বাস,
কভু তোমার কাব্যের মাধুর্যতায় রাঙি
কভু তোমার সৃষ্টি, খর তাপে দেয় বাঁচার আশ্বাস।
সকল দুয়ার রুদ্ধ যখন,
তোমার দুয়ারেই নিই ঠাঁই।
এক সাধারণ মেয়ের মনের আঙিনায়,
আজো তোমারেই বন্ধু রূপে খুঁজে পাই।
তোমার সকল উপন্যাসের
পাটরাণী সাজি নিজে,
কভু তপ্ত মরুতে নিজেরে সেঁকি,
কভু ধারাবর্ষণে যাই ভিজে।
কভু তোমার সাথেই তর্ক জুড়ি
বাদী-বিবাদীর মতো,
কভু তোমার সাহিত্যের আলপনায়
স্বপ্ন বুনি ইচ্ছে মতো।
জীবনের নানা ওঠাপড়ায়
তোমারেই করি অনুসরণ,
তুমিই মোর সকল সৃষ্টির প্রেরণা,
তোমার সৃষ্টিতেই করি অবগাহন।
তোমারেই দিই পূজার অর্ঘ্য
মোর মনের বন্দনায়,
লহ প্রণাম, হে মোর প্রাণের ঠাকুর
হৃদ কমলের শুচিতায়।