স্বপ্ন দেখে না এমন মানুষ এই জগতে আমার মনে হয় নেই । এমনকি অন্যান্য জীবেরাও স্বপ্ন দেখে থাকে । স্বপ্ন আমরা দু’ভাবে দেখি ; প্রথম ভাগ হলো ঘুমিয়ে ঘুমিয়ে আর দ্বিতীয় ভাগ হলো জেগে জেগে । আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যে স্বপ্ন দেখি সেটা আমাদের অজান্তেই দেখে থাকি । তার ওপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না নিজেদের কারোরই । তাই ঘুমিয়ে ঘুমিয়ে আমরা সম্ভব-অসম্ভব অনেক স্বপ্ন দেখে থাকি অনেকেই ।
আমরা সবাই ঘুমিয়ে যে স্বপ্ন দেখি, সেই স্বপ্নের মাধ্যমে আমরা অনেক অসম্ভব কিছু সম্ভব করে নিতে পারি স্বপ্নের মাধ্যমে । যতক্ষণ পর্যন্ত আপনার স্বপ্নটা দেখছিলাম, ততক্ষণ পর্যন্ত ঘটনাটা কিন্তু বাস্তব ছিল । প্রত্যেকটা বিষয়ই অনুভব করছিলাম ততক্ষণ ; যেগুলো হয়তো বাস্তবে আমরা কোনদিনই করতে পারব না । তাই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে আমরা অনেক অসম্ভব মনের ইচ্ছা গুলো পূরণ করে নিতে পারি । স্বপ্ন থেকে হঠাৎ জেগে যাওয়ার পর হয়তো মনটা বিষাদে ভরে যায় । তবুও যতক্ষণ স্বপ্নে ছিলাম ততক্ষণ তো আনন্দটা উপভোগ করছিলাম ।
আবার আমরা অনেকেই জেগে জেগে অনেক স্বপ্ন দেখি । জীবন পথে চলতে গিয়ে আমরা স্বপ্ন দেখি যে, আগামীতে এটা করব ওটা করব ইত্যাদি । সেই স্বপ্নই আমাদের অনেক সময় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে । মনে যদি কোন স্বপ্ন না থাকে অর্থাৎ নিরাশাবাদী হই, তাহলে জীবনে কোন উন্নতি করা যায় না । স্বপ্ন দেখেই তাকে ছোঁয়ার জন্য আমরা কঠোর পরিশ্রম করতে থাকি । আর একদিন অনেক সময় আমরা পৌঁছেও যাই সেই স্বপ্ন পর্যন্ত । তবে শুধু ঘরে বসে অলস হয়ে স্বপ্ন দেখলে চলবে না । মনে স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে এগিয়ে চলতে হবে ।
তবে স্বপ্ন ততটাই দেখা উচিত, যতটা আমি পূরণ করতে পারব । অর্থাৎ অবাস্তব আকাশকুসুম কোন স্বপ্ন দেখে নিজেকে দুঃখী করে কোন লাভ হয় না । আমরা যদি মনের মধ্যে একটা স্বপ্ন রাখি যে, এটা আমার জীবনে চাই । আর তার জন্য আমরা যদি চেষ্টা করে যাই দিনের পর দিন, তাহলে স্বপ্নটা বাস্তব হতে পারে । মনের মধ্যে স্বপ্ন না থাকলে জীবনটা থেমে যায় উন্নতি ও অগ্রগতির দিকে অগ্রসর হয় না । স্বপ্ন আমাদের মানসিক প্রেরণা যোগায় । তাই স্বপ্ন দেখা প্রত্যেকের উচিত ।
এক সময় মানুষ অন্যান্য পশু পাখিদের মতোই বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, তখন মানুষের কাছে কিছুই ছিলো না । মানুষ ধীরে ধীরে স্বপ্ন দেখেছিল বলেই, আজ মানুষ সব থেকে উন্নত জীব পৃথিবীতে । মানুষ আজ পর্যন্ত যা যা আবিষ্কার করেছে ও ভোগ করছে ; তা অন্য কোন প্রাণী এখনো পর্যন্ত করে দেখাতে পারিনি । মানুষ স্বপ্ন দেখে ছিলো ও তার সাথে সাথে নিরলস প্রচেষ্টার বলেই, এখন মানুষের হাতের মুঠোয় পুরো পৃথিবীটা চলে এসেছে । এবং আগামীতেও আরো উন্নতি ও অগ্রগতির রথ চলবে মানুষের জীবনে । কেননা মানুষ প্রতিনিয়ত নতুন নতুন স্বপ্ন দেখে চলেছে ।