কেঁপে ওঠে শিহরণে জোনাকি-প্রদীপ
শিশির মেলে দেয় কোমল বিছানা
নরম বাতাস প্রিয়ভাষী হয়ে ওঠে
জেগে থাকে অপাপবিদ্ধ কুমারী
একটি রাত কামাতুর হবার আশায়
মধুযামিনীর পর যদি দেখা দেয় সূর্য-পুরুষ!
২। দিনলিপি
দিনলিপি লিখবে বলেই
সূর্যের প্রত্যাশা
গভীর নিশিযাপন থাকে অলিখিত
জোনাকি ও প্যাঁচার প্রহরায়
প্রহর কাটে
হারিয়ে যায় ঘুমের নিষ্পাপ বেদনা
ঘন কুয়াশা ভেদ করে
জেগে ওঠে সূর্য
সারাবেলা লিখে যায় দিনলিপি।
৩। রঙিন ক্যানভাস
ভাসমান যা কিছু
সহজেই লক্ষ্যভেদ হয়
তারপর কল্পনার ইজেলে
শৈল্পিক মাত্রা পায়
জলছবি এঁকে যায় প্রাকৃতিক সময়
কল্পনার ইজেলে ভাসতে ভাসতে
রঙিন হয়ে ওঠে ক্যানভাস।
৪। বিকলের রোদ
আমার সহ্য-অতীত অতিক্রান্ত
সামনের দিনগুলোর কথা ভাবি
সীমার ওপার থেকে কেউ ডাকে
উদ্ভ্রান্ত সময়গুলো অনিয়মিত
এখন একটু হিসেবি হতে হয়
প্রতিটি পদক্ষেপ পরিমাপ – ভারাক্রান্ত
ভবিষ্যৎ-নির্ভর দিনগুলো সহজ নয়
বিকেলের রোদ মুখে এসে লাগে।