ভিড় থেকে সরে এসো
ভিড় থেকে সরে এসো পথিক
ওখানে তোমায় মানায় না
মানুষের শ্বাসের গন্ধ, প্যাচপ্যাচে ঘাম
কদর্য বিশ্রী দাঁত, এগুলো কি তোমার খুবই ভালো লাগে?
আলোয় এসে দাঁড়াও, শীতল গাছের ছায়ায় এসে দাঁড়াও
ওখানে বাতাস পাবে
আলোয় এসে দাঁড়াও, হাত-পা ছোঁড়ো
কতদিন ঠিকঠাক হাত-পা ছোঁড়োনি
গলা ফাটিয়ে চীৎকার করো,
হাসো, কাঁদো, আগে ভিড় থেকে সরে এসো
ঝাঁকে ঝাঁকে মাছি পায়খানাতেই বসে
আর যাই হোক তাদের দলে তুমি নাম লিখিও না
ওখানে তোমাকে মানায় না
ভিড় থেকে সরে এসো পথিক
ভিড় থেকে তুমি সরে এসো।