যরাথ্রুষ্ট কী বলেছিল —
যে জেন্দাবেস্তাই জীবনের নির্যাস
না কনফুসিয়াস জোর গলায় বলেছিল ,
শুধুমাত্র ধর্মই প্রেসিয়াস।
আমাদের চৈতন্যও কী সংকীর্তন কালে
শুধুমাত্র নিষ্প্রাণ ধর্মের ধুয়ো তুলেছিল ।
না তারা কেউই আনুষ্ঠানিক ধর্মের
একনিষ্ঠ উপাসক ছিল না ।
তারা মুক্তির পথের সন্ধান দিয়েছিল ,
মানবতার উপাসনার মধ্যদিয়ে ।
কিন্তু ধর্মান্ধ মানুষ ধর্মকে —
গ্রহন করেছে মানবতাকে নির্বাসিত করে ,
লৌকিক শান্তি খুঁজেছে অসত্যের গভীরে ।
তাই আজ সমাজ যখন—-
হিংসা দ্বেষ সাম্প্রদায়িক বিরোধের
দাবানলে হতশ্রী দগ্ধ —–
তখন বিধাতার সর্বোৎকৃষ্ট সৃষ্টি
নিয়তির ক্রূরতার কাছে ,
অসহায় আত্মসমর্পণে বাধ্য হয়েছে ।
আর ধর্ম তখন , জড়ত্বের মধ্যে আবদ্ধ হয়ে
মনুষ্যত্বের বিকাশের পথকে —- ,
করেছে দূর্গম সংকীর্ণ ও বিপদসঙ্কুল ।