T3 || ঈদ স্পেশালে || লিখেছেন সৈয়দ মিজানুর রহমান
by
·
Published
· Updated
তোমার আগমন
প্রকৃতির ডাগর দুটি চোখে,
চোখ লাগিয়ে অবলোকন
অপরূপ সৌন্দর্য;
প্রাকৃতিক মেঘমালার
শীতল হাওয়ায় অপরূপ
সৌন্দর্যের পরশ নিতে
গেল পৌছে রঙধণুর
কাংখিত বন্দরে।
তোমার আগমনে
খরা তাপদাহে ফ্যাঁকাসে পত্র
আনন্দে দুলে ওঠে
ঝিরঝির শব্দে।
তোমার উপহারের ছোঁয়ায়
ধুয়েমুছে স্বচ্ছ সবুজ হয়ে
ওঠে শীতল জলে।
তোমার সাজানো প্রকৃতি বিকেলের
আবেশে মেঘমালার আড়ালে সোনালী
রদ্দুর ঝরে পড়ে চোখের মায়ায়।
প্রকৃতি সেজে ওঠে পরশে তোমার,
উর্বর হয়ে ওঠে ছোঁয়ায় তোমার।
তোমার সবটুকু নিতে লুটে কবিমন
কাব্যিক হয়ে ওঠে প্রতিবার।