কবিতায় পদ্মা-যমুনা তে ফিরোজা সামাদ

বুকের পিঞ্জরে

পুনর্জন্ম আছে বলে আমি মানিনা
তবে খুউব চেনা চেনা লাগছে তোমায়
মনে হয় কতো জনম ধরে তোমায় চিনি
তারপর কুয়াশার আড়ালে বোধহয়
হারিয়েছিলে একমসয়!
সাঁঝবেলার আবছায়া আঁধারেও দেখতে
পাই তোমার চেনা মুখের অচেনা ছায়া ||
আমার অন্তরে শ্বেত পায়রা উড়ে বেড়ায়
নিত্যদিন অহর্নিশ!
তোমার চেনা অস্তিত্ব ঘিরে আছে মানসপটে
একসময় ওদের অাঁটকে রাখি কষ্টের নীড়ে
আমার এই বুকের গহীনে!
খুব চেনা জনকে কখনও ডাকা ঠিক নয়
যদি না সে নিজেরই অজান্তে ফিরে আসে
কোনো একসময় ||
অনেক কষ্টেরাই ফেলে চলে যায় শুধু
নতুন কষ্টদের যায়গা ছেড়ে দিয়ে!
কিছু দীর্ঘশ্বাস পাড় হয়ে যায় আবার
বড়ো হয়ে ফিরে আসে পাথরচাপা দিয়ে
গোটা জীবনকে সমাহিত করতে ||
এখন কেবলই অপেক্ষা করি কষ্টের জন্য
ভালোবাসি হারানোর বেদনাকে নিরবধি
বেদনার দহন জ্বালা আটকে রাখি আমি
আমার এই বুকের পিঞ্জরে ||
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।