নবীন কিশোর প্রথম সূর্যোদয়ে
সদ্য ফোটা একটি লাল গোলাপ দিয়েছিলো তাঁকে
ভেবেছিলো পাপড়ি শুকিয়ে গেলেও
সযত্নে রেখে দিবে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে,
সুবাস টুকু চিরদিন হৃদ মাঝারে।
সেটা সে করেনি, কিছুটা সময় ঘ্রাণ নিয়ে
ছোঁড়ে ফেলে দিয়েছে কষ্টের জলাশয়ে !
ভেবেছিলো পচে যাবে,মিশে যাবে, অস্তিত্ব হারাবে।
কিন্তু সে দেখেনি জলাশয়ের সাথে
ব্যথিত পুষ্পের সে’কি মিতালি !
নতুন উদয়ে সুবাস ছড়িয়ে দিলো দিগন্তে।
এখন রমণীর খোঁপায় শোভা পায় লাল গোলাপ,
আর সুবাস ধারণ করে তাঁর হৃৎপিন্ডে।