T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় মহাজিস মণ্ডল
by
·
Published
· Updated
আমি এবং রবীন্দ্রনাথ
দুঃসহ এই সময় জুড়ে
ওই বিষাদের ছবি ভাসে,
কবিতা নয় বাতাস ও নয়
সর্বত্র অন্ধকার হাসে।
আগুন শুধু আগুন জ্বলে
কোথায় রাখি ঘাত-প্রতিঘাত,
দারুণ দহের মুখোমুখি
আমি এবং রবীন্দ্রনাথ।