T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় স্বরাজ পরামানিক
by
·
Published
· Updated
ভানুসিংহ
এই পৃথিবীর বেদনাগুলোকে
করেছ বরমালা।
আপন করেছো মুক্ত হৃদয়ে
শোকের জ্বরজ্বালা।
যতই দুঃখ ভাঙতে চেয়েছে
তোমাকে ভিতর থেকে,
ততই তুমি শক্ত হয়েছো
সৃষ্টির পথে হেঁটে।
গল্প, গীত, উপন্যাস, কাব্য;
আহা! কতই না সৃষ্টি।
পাঠকগণের অতৃপ্ততা-
পেয়েছে অনন্ত তৃপ্তি।
প্রকৃতির সব সুন্দরতা
আপন করেছো কাব্যে।
আলোর জন্য গান গেয়েছ
অন্ধকারের সঙ্গে।
যুগের পরে যুগ কেটে যাবে
তোমার মৃত্যু হবে না!
রবির কিরণ অক্ষয় রবে,
দীপ্তি হারিয়ে যাবে না!