T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় পরেশ নাথ কোনার
by
·
Published
· Updated
পঁচিশে বৈশাখ
আমার সারা শরীর মন জুড়ে
এক আকাশ শূণ্যতা।
অশান্তির কালো মেঘ ঢেকে দিয়েছে
শুভ বুদ্ধির রবির আলোকে।
স্বার্থপরতার হিম শীতলতায় বাঁধা আছে
মৃত্যুর পরোয়ানা। তাই —-
শুধু একবার নয়, একদিন নয়
বারবার ২৫শে আসুক নেমে।
আসুক সেই পুণ্য লগ্ন।
পল্লবিত হোক তরু দল।
ছাতিম গাছের নিচে শান বাঁধানো বেদিতে
উচ্ছলিত হোক যৌবনের বাঁধ ভাঙার
সংকল্প।
হে গুরুদেব, আবার এসো ভগীরথ হয়ে
তোমার লেখনীর স্রোতধারা পথ দেখাক
পথভ্রষ্ট জাতিকে।
শুরু হোক নূতনের পথ চলা
হাত দুটি বাঁধা থাক প্রেমের বন্ধনে
রুক্ষতা শুষ্কতাকে সিঞ্চিত করুক
তোমার অপার সৃষ্টি ধারা।
নিকষ অন্ধকার ভেদ করে দেখা দিক
রবির কিরণ।
আসুক সেই পুণ্য লগ্ন
২৫ শে বৈশাখ।