T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় প্রদীপ্ত
by
·
Published
· Updated
তোমার খোলা হাওয়ায়
তোমার খোলা হাওয়ায় ভাসিয়েছি সাম্পান। অমল ধবল পাল তুলেছি তোমার অভিমুখে। জীবন-মরনের সীমানা ছাড়িয়ে তোমার চরন ছুঁতে চাওয়ার লক্ষ্যে ভেসে চলেছি। সাথে আছে ব্যর্থতার নুড়ি-পাথর, আছে সাফল্যের সোপান,নিঃস্ব সময়ে তোমার থেকে পাওয়া গোধূলির আলো।
ঘাট থেকে ঘাট পাশ কাটিয়ে যায়। আমি শুধু প্রত্যক্ষ করি, নামি না। নোঙর করি না কোথাও।
দেখে যাই সুখের কলকাকলি, শুনে যাই দুঃখের হাহাকার। তারা আমাকে ছুঁয়ে চলে যায়। জোয়ার-ভাটার টানে তরী দোলে, তবু এগোয়।
তুমিই তো শিখিয়েছ বিপদে রক্ষার প্রার্থনা নয়, শোকে মুহ্যমান হয়ে নয়, জীবনের জয়গান গাওয়াই এ যাত্রার মূলমন্ত্র। সেই ব্রতেরই ব্রতী আমি, তোমার খোলা হাওয়ায় পাল তুলেছি, ভেসেছি তৃষ্ণাতুর।