রাতে রুটির বদলে ভাত ই আমার পছন্দ
তা যদি জল ছাকা হয়
তাতেও সই
আমি যে ঘর থেকে উঠে এসেছি
সেখানে খিদেই আমাদের তরকারি
মাছ মাংস দূর অস্ত
মুগ কিংবা মুসুর কিচ্ছু চাই না
শুধু একটু আলু সানা
তার সঙ্গে আজ শুকনো লঙ্কা ভাজা হবে মা
আহা নৈসর্গিক আনন্দ
দেখো আমিও একদিন বিশেষ্য ও সর্বনাম নিয়ে
ঠিক সৌরভ গাঙ্গুলি হয়ে যাবো…