T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সব্যসাচী পণ্ডা
by
·
Published
· Updated
শুভ কর্মপথে
দিন পেরিয়ে যায়।
মাস এবং বছর।
আমের গাছে মুকুল আসে,আসে গুটি।
মনে হয় পথ চলি।
দুহাতে গ্রহণ করি সত্যের আনন্দ।
যা কিছু সুন্দর তার দিকে মুখ তুলে তাকাই
অজস্র অসুন্দরের ভীড়ে।
এভাবেই দিন পেরিয়ে যায়
পেরিয়ে যায় মাস এবং বছর।
আর আমরা ক্রমশ এগিয়ে চলি পঁচিশে বৈশাখের দিকে।