T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বদরুদ্দোজা শেখু
by
·
Published
· Updated
বুড়ো কবি
এক যে আছেন বুড়ো কবি সদাই তরুণ মন
নানান ভাবে জমান তিনি নিত্য আলাপন
সঙ্গীতে ও গানে গানে গল্পে অভিনয়ে—
তিনি তো এক রূপকথারাজ সময় অসময়ে।
তাঁর আছে এক আস্ত পোষা মস্ত ছড়ার ঝাঁপি
তারা সবাই পাখির মতোই বেজায় সংলাপী,
হাস্যকৌতুকেও তিনি সবার মন কাড়েন
অনুকূল বাবুকে আবার ঘাস খাইয়ে মারেন !
ভাণুসিংহ ছদ্মনামে লেখেন ব্রজবুলি
রাঙা মাটিতে বেড়ান ঘুরে মাখেন পথের ধূলি,
রঙতুলিতে আঁকেন ছবি যখন যা চায় মনে
বোদ্ধারা সব মরেন ধাঁধায় ছবির বিশ্লেষণে,
যাক সেকথা,সার কথা এই— নোবেল প্রাইজ পেলেন
নোবেল পদক চুরি গেলেও অলক্ষ্যেতে হাসেন,
হয়তো কাশেন খুক খুক খুক, দুঃখ মোটেও নাই—
জগৎ তিনি জয় করেছেন, আর কীসের বালাই ?
দিনে পরেন আলখাল্লা , জোব্বা পরেন রাতে
বোশেখ মাসেই দেখা করেন তিনি সবার সাথে !
তোমরা তাঁকে প্রণাম কোরো, তাঁকেই মানো গুরু—
জয় মা ব’লে ঝাঁপিয়ে পড়ো, লেখালেখির শুরু !