T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় বন্যা ব্যানার্জী
by
·
Published
· Updated
চিঠি
তৃষিত নয়ন।উদ্বেলিত অন্তর।হৃদয়ের কোণে জমে থাকা একটুকরো অভিমান। এক আকাশ আলোর নীচে এক ছাদ মুক্তির স্নান।সে আমার তুমি। তোমার কাছেই তাই সমর্পিত এই অন্তর। আমি মৃণালিনী নই, নই কাদম্বরী। শেষের কবিতার ওল্টানো পাতায় রেখেছিলাম প্রেমের প্রথম করবী ফুল সযত্নে,অগোচরে – স্বপ্নময়। নন্দিনী তাই অপেক্ষায়।
বাতাসে তার ছোঁয়াচ ওড়ে।ঈ
অসুখ ছড়ায়। হে প্রেমময়, সবাই বলছে “তফাত্ যাও”। কেমন করে তফাত্ হবো! সব অসুখের ওষুধ তুমি। তোমার কাছেই গুমরে উঠি,মুক্তি খুঁজি,নৌকা ভাসাই। বৈশাখী দিন সবার। কিন্তু একলা মনের নির্জনে তুমি যে শুধু আমার। হাল ধরে আছো যেমন করে তেমনি করেই জাগিয়ে রেখো অন্ধকারে। একলা যখন সমুদ্দুরে দাঁড় বেয়ে যাই।।