নিজেকে বোঝাতে পারিনি আজও
মসৃণ পথের উপরেই সাজানো আছে
ধ্বংসের স্বীকৃতি, অদৃশ্য যুদ্ধের সন্ধিক্ষণ
মায়ার জীবন একদা বসন্তসম্ভবা ছিল —
একথা বুঝেছ তুমি, তুমুল ঝড় শেষে
বাসাভাঙা পাখিদের মৌনতা দেখে।
সমস্ত আলোর ভাষা নিভে গেলেও
‘আমাদের ঠিক একদিন দেখা হয়ে যাবে’—
মনে মনে এই বিশ্বাস বপন করো তুমি
ভালবাসা ছড়িয়ে থাকে অবজ্ঞার ভিতর
তবু, প্রতিদিন একই পথ কথা বলে
ইশারায় ইঙ্গিতে, পদচিহ্নের সমীপে।