কথার বাগানে সাজানো আছে শব্দের ফুলঝুড়ি,
অক্ষরমালায় গাঁথা থাকুক রঙবেরঙের গল্পগুচ্ছর সারি।
অনবদ্য শব্দচয়নে যদি বা কখনো হয়ে যায় ভুল,
নিজগুনে ক্ষমা কোরো হে প্রিয় পাঠক,শুধরে দিও ভুল।
গদ্য পদ্যের মাধ্যমেই যে মনের ভাবাবেগের ঘটে মুক্তি,
বাস্তবের মাঝে থাকে অলীক কল্পনার অলিখিত ছোঁয়া,তাই সর্বক্ষণ খুঁজতে যেও নাকো যুক্তি।
২| অজানা আবেগ
জানি না কোন আবেগে ভেসে চলেছি আমি,
এর কি আদৌ আছে কোন শেষ?
ঠোঁটের কোনে ঝোলানো এক টুকরো হাসিতে,
হাজার বছরের ভালোবাসার ইঙ্গিত।
কোথায়,কোন এক অজানা ঠিকানায় পৌঁছেছি,
যেখানে শুধুই শোনা যায় হৃদয়ের ছলাত্ ছলাত্ শব্দ।
সীমাহীন প্রেমের নৌকা ভিড়িয়েছি আমি,
সুদূর অচিনপুরে প্রেমিকের জীবনদরিয়ায়।
মনের জমি খুঁড়েই চলেছি নিজের অজান্তে,
জানি না কবে ঘটবে এ অপেক্ষার অবসান।
যদি কোনদিন না পাই দেখা,তবে,
চিরবিদায়ের আগে রক্তবন্যায় লিখে যাব অমর প্রেমের ইতিহাস।
৩| মন্দবাসা
মনে জমেছে আজ অভিমানের কালো মেঘ,
সরে সরে যাচ্ছে দূরে মনকেমনের শুকনো আবেগ।
শব্দস্রোতের জলতরঙ্গে অনুভূতিগুলো বেড়াচ্ছিল ভেসে,
আর একে অপরকে করছিল আলিঙ্গন,হেসে হেসে।
সুখ দুঃখের মেলবন্ধনে অজানা আকুতিরা পড়ছিল ধরা,
কে জানে কিসের টানে পরিপূর্ণ ছিল মোহ মায়ার ঘড়া।
তালে তালে ছন্দেরা মেলেছিল রঙিন ডানা,
কোথাও তাদের হারিয়ে যাওয়ার ছিল না কোন মানা।
অফুরান অক্ষর ভান্ডারে মাঝে মধ্যে পড়ছিল টান,
নব নব ভাবনাদের মুক্তছন্দে হচ্ছিল মিল মগজাস্ত্রে দিয়ে শাণ।
ধূসর ক্যানভাসে একটার পর একটা আঁচড়ে ফুটে উঠছিল নানা দৃশ্য,
কখনো ঘোর বাস্তব,কখনো বা অলীক কল্পনা,ছিল না আসলের সঙ্গে কোন সাদৃশ্য।
পরিযায়ী মনের রন্ধ্রে রন্ধ্রে শুধুই ছিল স্বাধীনতার আস্বাদ,
আবেগঘন মুহুর্তে শুধুই ছিল মিলনের আকাঙ্খা,ছেঁড়াখোঁড়া দুঃখগুলো পড়ছিল বাদ।
এর থেকেই একের পর একের রচিত হয় দারুন সুখী সুখী পদ্য,
যদি কখনো হয় ছন্দের অমিল,জায়গা নিয়ে নেয় দুর্ধর্ষ সব গদ্য।
যেগুলো পড়ে পাঠকের জ্ঞানভান্ডারে জমা হয় নতুন শব্দ,
শব্দকোষের রক্তকনিকায় বেঁধে যায় লড়াই,আর লেখক হন জব্দ।
কোনটা ছেড়ে লিখবেন কোনটা,অনুগল্প না গদ্যকবিতা,
পঞ্চবান আর ষড়ভূজে শুরু হয়ে যায় নিদারুণ প্রতিদ্বন্দ্বিতা।
আকাশ কুসুম কল্পনার আঁকিবুকিতে সাদা কাগজ হয়ে ওঠে সিক্ত,
অতিরঞ্জিত অনুপ্রাসে কখনো বা সাদামাটা লেখারাও অলংকৃত।
সবার ওপরে রহস্য রোমাঞ্চকর লেখা,সর্বপ্রথমে যার স্থান,
ভৌতিক উপন্যাসের গাছমছমে পরিবেশে অসীম সাহসীও ভয় পান।
শব্দের খেলায় নতুন সৃষ্টিতে তাইতো মেতে ওঠেন এক লেখক,
প্রার্থনা করি,আবেগ মুক্তির সর্বশ্রেষ্ঠ স্থানে সব লেখক তার যোগ্য সম্মান পাক।