এলাটিন – বেলাটিন কবিতায় সাত্যকি

সন্ধ্যা,তবুও
জানলার পাশে বসে আছি
জানলা থেকে রাস্তা দেখা যায় না
তবে আকাশ বেশ চোখে পড়ে আর
আকাশের নিঃশব্দ চলাচল
মেঘ থেকে মেঘ সরে যায়
এই গ্রীষ্মের গোধূলিতে, আকাশের
গায়ে ঘর লেপার মতো নীল রঙ লেপা
মেঘ নেই,বৃষ্টির অবস্থান আরও দূর
দিন ক্রমশ হেলে পড়ছে সন্ধ্যার গায়ে
পাপড়ের মতো হালকা হলুদ চাঁদ
তবুও নিঃশব্দ ঠেলে সন্ধ্যার চারপাশ জুড়ে
নেমে আসছে শঙ্খের অভ্যাস।