• Uncategorized
  • 0

এলাটিন – বেলাটিন কবিতায় রাজেশ কান্তি দাশ

রাজহংস

দিনগুলো আর নেই, সব রাতগুলি;
ক্ষয়ে গেছে পাহাড়সম আলোকরেখা
কোমল হাওয়ায় উড়ছে উত্তপ্ত তাপ আর কলুষতা। কলুষতা। কলুষতা।
লোকালয়ে জ্বলে উঠছে লাল আগুন
বন, নদী, মাঠ, পাখি…সব-ই আছে
তবু কেন গত হচ্ছে নবরঙা ফাগুন?
ঘৃণা-বিদ্বেষ, শ্মশানের ধোঁয়া, করোনার হিন্দোল
বিষাক্ত সরীসৃপের মতো ছড়িয়ে পড়ছে চারদিকে
একই কাতারে একই বাতাসে সব আজ
এদের কাজ; শুধু ধ্বংস, ধ্বংস আর ধ্বংস
তবুও জলে ভাসছে একটি রাজহংস।
তোমার মৃত্যু নেই হে পাহাড়সম আলোকরেখা
অন্যায়ের প্রতিবাদ-প্রতিরোধ তোমা থেকেই জেনেছি শেখা।
তুমি দেখিয়েছো আলোকের পথ
ঢেকে দিয়ে সব অকল্যাণ, অন্ধকার, বিপথ…
তোমার সৃষ্টিকর্ম তোমাকে রাখবে মহীয়ান
এখনো আমার “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”; রাস্তায়, রাজপথে…
“যমুনাবতী সরস্বতী” আমার প্রাণে
অনন্তকাল এ শঙ্খ বাজবে তার ধ্বনি শুনবে মানুষ
তুমি বেঁচে থাকো, লহ প্রণাম, যুগ যুগ; হে শঙ্খ ঘোষ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *