ওই যে দূরের আকাশে
কি দেখা যায়??
দেখতে পাচ্ছ??
ওই যে সামনের যে পাহাড়,
ঠিক তার পিছনে,
না, আরো আরো আরেকটু পিছনে,
পাহাড়টাকে পাশে রেখে
একটু বাঁক খেয়ে
যে রাস্তাটা চলে গেল,
দূরে হারিয়েই গেল
সবুজের রাজ্যে হারিয়ে গেল
আমি সেই দূরে, হারিয়ে যেতে চাই।।
করোণা থেকে মুক্তি পেতে
মানব সমুদ্রের গিজি গিজি
হাজারো ভাইরাস থেকে মুক্তি পেতে
প্রকৃতির মাঝে মাস্ক বিহীন
বুক ভরে শ্বাস নিতে চাই।
আমি প্রকৃতির মাঝে
ওই দূরেই হারিয়ে যেতে চাই।।