কাব্যানুশীলনে দেব নির্মল
by
·
Published
· Updated
তিয়াস
কথায় কথায় বললে কথায় করবে অপমান
কথার মাঝে বুঝিয়ে ছিলে অন্তরে অভিমান।
বিহন বেদনে ভরাও মোরে কেন অশ্রুরোদনে
তোমার প্রতিক্ষায় আজও আছি নিবিষ্ট মনে।
বসন্ত শেষে মেঘ জমেছে সিঁদুর রাঙা গগনে
পাগলা হাওয়ায় মন বসেনা নীরব গৃহকোণে।
তোমার স্মিতহাস্যে ভরিয়েছিলে মোর ভুবন
দেহবল্লরী আলিঙ্গন আশে আকুল সর্বক্ষণ।
কোকিলের কুহুতানে নিসর্গে হারায় তনুমন
সঙ্গীহারা মনপাখি বিবশে খোঁজে প্রিয়জন।
উদাসী হাওয়ায় তটিনীর তরঙ্গ হয় উদ্দাম
সোহাগ তিয়াসে উচ্ছ্বসিত কামুক মনস্কাম।
যৌবন রসে সিক্ত হয়নি কভু সঙ্গম পিয়াসা
ভাসাও তরণী প্রণয় সাগরে মৌন প্রত্যাশা।
শূন্যতা থেকেই পূর্ণতার প্রাপ্তির নাম জীবন
বিরহের অবগাহনে মিলনেই সম্পৃক্ত যৌবন।
অমানিশির শেষে চন্দ্রিমায় প্রস্ফুটিত দিশা
ব্যর্থ নয় জীবন, প্রতিক্ষাই নবোদয়ের ভাষা।
সূর্য, চন্দ্র, তারা সবই সত্য, সময় রাখে সাক্ষ্য
বিশ্বমাঝারে প্রেম রবে দীপ্ত, জীবন উপলক্ষ!