• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় কল্যানী মন্ডল

কৃষ্ণকলি

কালো বলে সবাই আমাকে কৃষ্ণকলি বলেই ডাকতো,দিদি ফর্সা সুন্দরীদেখে খুব হিংসা হয়৷
মনে হতো দিদির মুখটা পুড়িয়ে দিই৷দিদির লাল জামা দেখে পাশের বাড়ির মাসিমা যখন বললো খুব সুন্দর দিদিকে মানিয়েছে,আমাকে মানাতো না,তখনই মনে হয়েছিল লাল জামাটা ছিঁড়ে দিই৷
পরক্ষনেই ভাবি এ তো তার একমাত্র খেলার সাথি তার সাথে,
সারাদিন সময় কাটে ঐ তো তাকে বেশী ভালবাসে পাশে নিয়ে শোয়৷
একদিন মা তাকে ডেকে বললো আমি বেরোচ্ছি রান্নাঘরটা বড্ড তেলচিটে হয়েছে পরিষ্কার করিস৷
দিদিকে বললাম তোকে মা বলেছে পরিষ্কার করতে,এক হাঁড়ি গরমজল গ্যাসে বসানো,দিদি নামাতে গিয়ে হাত ফসকে পরে চোখে মুখে ছিটকে বড় বড় ফোসকা পড়ে গেল৷যন্ত্রনায় ছটফট করছে দিদি ,ডঃ বললো মুখ পুরোটা ঠিক হবে না কুঁচকে থাকবে৷ দিদিকে বলতে ইচ্ছে করছিল এরজন্য আমি দায়ি৷
আমাকে ক্ষমা করিস৷ কিন্ত মন থেকে এটা আমি চাইনি, আজও
সত্যি কথা দিদিকে বলতে পারিনি৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।